(মূল রচনা: Fear by Kahlil Gibran)
বলা হয়, সমুদ্রে প্রবেশের পূর্বে
নদী ভয়ে কাঁপতে থাকে ।
যে পথ দিয়ে নদী বয়ে এসেছে
সেদিকে পেছন ফিরে তাকায় নদী
পাহাড়ের চূড়াগুলো
দীর্ঘ আঁকাবাঁকা পথ
কত অরণ্য আর গ্রামের মাঝ দিয়ে
অতিক্রম করা তার গতিপথ
কিন্তু এখন নদীটি দেখে
তার সম্মুখে বিশাল এক সমুদ্র
এর মাঝে প্রবেশ করা মানেই
চিরকালের জন্য
নিজেকে হারিয়ে ফেলা
অথচ আর কোনো উপায় নেই
নদী ফিরে যেতে পারবে না
কেউ ফিরে যেতে পারে না
পশ্চাতে ফিরে যাওয়া
এই বিদ্যমানতায় অসম্ভব
সমুদ্রে প্রবেশের জন্য
নদীকে ঝুঁকি নিতেই হবে
কেননা তখনই দূরীভূত হবে ভয়
আর সে কারণে সেই মুহূর্তটিতে
নদীটি বুঝবে
এটা শুধুমাত্র বিশাল এই সমুদ্রে
নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়
হারিয়ে যাওয়া নয়
বরং নিজেই সমুদ্র হয়ে ওঠা।
(১২.১১.২০২২)