এই ভেঙ্গে যাওয়া স্বর্গের
অধিবাসী আমি ।
ভেঙ্গে পড়া সত্যের পথিক আমি আজো
নিঃসঙ্গ, রিক্ত,
বিজয়ের যে শুভ্র আলো
এসেছিল একদিন এই ভূমির উপর
তা আজ অপরিচ্ছন্ন অশ্লীল ও বিভক্ত ।
কিংবদন্তির সে ইতিহাস আজ যেন
হারিয়েছে তার মহা অর্জনের সকল শক্তি ।
বিজয়ের পর পরাজয়ের কালিমা
মেখেছে যারা,
ছড়িয়েছে নদীমাতৃক মুক্ত বাতাসে
আর জননীর মতো জমিনে
মিথ্যার প্রলেপে রক্ত মাখা
আমাদের দুখিনী বর্ণমালা,
মীরজাফরের মতো কৃতঘ্ন অস্তিত্বে
এ সরল জনপদের মনস্তত্ত্বে
বপন করেছে যারা দ্বিধা ও বিভ্রমের
বিশ্বাসঘাতক বিশ্বাসের ভিত্তি,
কলুষিত করেছো যারা
মহান সেই স্থাপত্য শিল্পীর
সহস্র বছরের শ্রেষ্ঠ অসামান্য কীর্তি,
তাদের থেকে বহুদূর দূরবর্তী আমি ।
স্বার্থপর ও জটিল দর্শনে মুখর এই ভূমিতে
আমাদের সরল শুদ্ধ ঐক্যের কথামালা
যেন বধে শঙ্কিত পাখিদের ওড়াওড়ি।
এই সবুজ জনারণ্যের স্নিগ্ধ চেতনায়
দেখা দিয়েছে যে কর্কট রোগ
আমি তার নিরাময়ের জন্য প্রার্থনা করি ।
প্রার্থনা করি আরো,
এই মৃত্তিকা প্রেমে ওড়ে যে অনবদ্য নিশান
সেটির অমরতার জন্য ।
আবহমান উদার উপাদানে
নির্মিত হোক আবার
আমাদের ভেঙ্গে যাওয়া শ্যামল স্বর্ণালী স্বর্গ ।
(১৩.০১.২০২৩)