আর সেদিনের সে ভাঙনের পরে
স্বর্গ গ্রন্থের অপরিবর্তনীয় অক্ষরে
যেন লিখেছিলে যে শপথ
একা শুধু একা থাকবার....
যেন পেরিয়ে গেল কয়েকটি মহাকাল
এরপর তা ভেঙে ফেলা যায় না আর।*

আর যে একা থেকে থেকে একবার
প্রার্থনা করেছিল সেই হৃদয়ের গঠন
সে গঠনের প্রারম্ভ প্রান্তেই
অনুকম্পাহীন ছড়ালে তার মাঝে
ভাঙনের হাহাকার ।**

(২২.০৮.২০২২)*
(০৬.০৮.২০২৩)**