ভালোবাসি বলেই তো, খারাপ শোনালেও
বলি আমি ভালোবাসি ।
ভালোবাসি বলেই তো, ফিরে ফিরে আসি,
যতই চালাও নির্লিপ্ততার ধারালো অসি,
ভাবি অভিনয়, ভাবি কী মধুর ছদ্মবেশী ।
ভালোবাসি বলেই তো,
পাড়ি দেই বারে বারে অবজ্ঞার জলরাশি ।
দু'চোখে দেখতে চাই, ঘাসে, বারান্দায়,
আঙিনায়, আর অনেক গল্পের নিবিড়তা নিয়ে
ইচ্ছে হয় পাশে বসি ।
ভালোবাসি বলেই তো, ভুলে যাই অক্ষমতা,
ভুলি লিপিবদ্ধ নিষেধাজ্ঞা,
বিপদ ও বিদায়ের মুখে মুখ ঘষি ।
ভালোবাসি বলেই তো,
দাবী করিনি একটিবার
ভালোবাসার সে শব্দে ভেজা ঐ দু'ঠোঁটের হাসি ।
(২৪.০৩.২০২৫)