ভালোবাসার মানে জানি
ডানা মেলা তুমি এক মুক্ত পাখি ।
ভালোবাসার মানে জানি
শত হৃদয়ে মদির তুমি ।

ভালোবাসা তুমি বলো
তোমার দর্শনেই ভালোবাসো ।
ভালোবাসার মানে তুমি
বন্ধনহীন এক দ্রৌপদী ।

ভালোবাসার সংজ্ঞা জানি
তুমি মৌলিক আমি বিরহকামী ।
ভালোবাসা তুচ্ছ অতি
যখন ব্যস্ত তুমি ঈশ্বরী ।

ভালোবাসা এই চোখে আঁকা
শত সঙ্গ-সুখে তোমার থাকা ।
ভালোবাসার মানে তুমি
প্রেম ছিঁড়ে শুধু বন্ধুগামী ।

ভালোবাসার চেয়ে খুব দামী
চারিদিকের প্রশংসা ধ্বনি ।
ভালোবাসার মানে জানি
আমি একা তুমি মধ্যমণি ।

ভালোবাসার মানে জানি
আমি একা তুমি অভিযাত্রী ।


(২৫.১২.২০২৩)