ভালোবাসার কথা বলো না;
ভালোবাসা অনেক দেখেছি তোমাদের প্রত্যয়ে
বেঈমান প্রজাপতি হয়ে উড়ে গেছে অন্য বাগানে;
ঝাঁপ দিয়ে হারিয়েছে ঝলমলে অন্য নদীর হৃদয়ে;
পালিয়েছে বদ-জ্বিনদের মতো, ভোর আঁধার প্রার্থনার প্রহরে,
ঘেউ ঘেউ করে কেঁদেছে ভয়ে কিংবা দুখে, কাঙাল কুকুরের পাল;
ভালোবাসা পদ্মার মতো নিরবিচ্ছিন্ন হাহাকার স্রোত,
একাকীই প্রবাহিত হতে দেখেছি আজন্মকাল;

ভালোবাসার কথা বলো না;
ভালোবাসা অনেক দেখেছি তোমাদের সমর্পণে
অকস্মাৎ নাগিনীর ফোঁস ফোঁস ফণা;
পায়ের আলতা, পায়ের নূপুর, স্বর্ণ রৌপ্য দারুণ বিকিকেনা;
ঋনের ভারে জীবন হয় স্থানচ্যুত, তবু শোধ হয় না দেনা;
সুখ পাখিটিকে চিনে নেবার পথে হঠাৎ হয় অচেনা,
তখন ভালাবাসা গহীন নিরালা অরণ্য আর্তনাদ,
মুঠো মুঠো একাকিত্বের শব্দ ধ্বনি, মুঠো মুঠো দুঃখ বেদনা;

ভালোবাসার কথা বলো না;
ভালোবাসা অনেক দেখেছি তোমাদের হৃদয়ে
স্বর্ণ সেতু প্রতি বাঁকে, দেখেছি পারাপার প্রহরে নিখাদ নিরাশা;
এক টুকরো ছুঁড়ে সিংহভাগ তোমাদের, ধাপ্পাবাজির পাশা;
যিশুরা পরে কাঁটার মুকুট, জিবে তোমাদের টুপ টুপ রক্ত নেশা;
যিশুরা ধারণ করে জলন্ত হৃদয়, তোমাদের আকাঙ্খারা সতত সর্বনাশা;  
ভালোবাসার কথা বলো না;
জ্বলছে আগুন দুই করতলে, দেখো, পুড়ছে তোমাদের ভালোবাসা।

(০৯.০২.২০২১)