যেখানে অভিমান নেই
অভিযোগ নেই
রাগ নেই
সেখানে ভালোবাসাও নেই ।
তোমাকে যদি দেই ভালোবাসার শব্দাবলী
তুমি চুমুর মতো রক্ত-হৃদয় দাও এঁকে
তোমাকে যদি সাজাই শৈল্পিক অভিযোগে
তুমি ডুবিয়ে দাও সব হিমসাগরের বুকে ।
যেখানে অভিমান নেই
অভিযোগ নেই
রাগ নেই
সেখানে ভালোবাসার
কোনো পরিশ্রমও নেই
অলস দারোয়ানের মতো ভালোবাসা
দিনরাত শুধু ঝিমাতে থাকে ।
(২৪.১০.২০২২)