প্রখর বিরহ শুধু জড়িয়েই থাকে
আমার কলমে লেখা সব কবিতার ভাবে।
তবে কি বিরহী আমি জন্ম শাপে ?
অথচ দেখি এ পৃথিবীও কাঁপে অনন্ত বিরহ তাপে !
নারী প্রেমে জানি প্রবল বিরহী আমি।
তার থেকে ক্ষুধার বিরহ আরো সত্য বলে জানি।
এবং শত শত অনাচার প্রচন্ড বিরহ আনে মনে।
আমিও যে বাঁচি বৈষম্যের মহা বিরহের মাঝখানে ।
তবুও লাগে না ভালো লিখতে
তোমাদের মতো সংগ্রামী বিরহ ক্রোধ,
হলামই না হয় একজন অক্ষম কবি
যার ভালো লাগে নারী প্রেমে অনন্য বিরহ বোধ ।
(০২.০৫.২০২৩)
* প্রিয় কবি আর ইসলাম, গতকালের কবিতার মন্তব্যে "প্রখর বিরহ" শব্দ দুটি বলেছিলেন, তা থেকে লেখা। দরজা মাঝে মাঝে বন্ধ করি আমার এসব প্রেম বিরহের অখাদ্যে মন্তব্য করা থেকে যেন একটু মুক্তি পান, প্রিয় কবি আর ইসলাম এবং অন্যান্য কবি প্রিয়রা।