কাল সন্ধ্যায়, জ্যাম রাস্তায়,
বাসন্তী লাল শোভিতরা
সে কী আস্থায়
যেন উড়ছিল ঘুরছিল, ফুটপাতে রাজপথে
ভ্যালেন্টাইন্স-ফাগুনের মিশ্র গুঞ্জনে
বাগান পার্ক আর ঢাকার রেস্তোরায়
রিকশারা ভরা ছিল
ফুলবতী ফুলেল দ্যোতনায়;
দেখেছি দল, দেখেছি জুটি
চোখের তারায় তাদের আনন্দের খুঁটিনাটি
আর আমি শুধু গুটিসুটি একপাশে দাঁড়িয়ে
পুরোনাে দিনের কেউ যেনো মুগ্ধ লোকনে
পান করেছি এক কাপ চা খুব সস্তায় ।
(১৪.০২.২০২২)