এ শহরের কোনো উঠানে
নক্ষত্রের নীচে
যখন কফি পান করো
জীবন তৃপ্তির মতন চুমুকে
তোমাদের আড্ডার সংলাপ
যখন বাতাসের মত
মুখর হয়ে ওঠে
তখন কি মনে পড়ে তাকে?
দু কাপ কফি নিয়ে
নির্জনে মুখোমুখি শুধু তোমরা দুজনে?

সঙ্গীত সন্ধ্যার ধ্রুপদী তান
হৃদয় প্রান্তরে তোলে যখন নিপুণ দোলা
তখন আর কেউ নয়
চাও কি তাকে শুধু নিবিড় পাশে ?
ভাসবে সে সুরের মোহনায়
শুধু তার সাথে, ভালোবেসে ?

নদীদের তীরে, পাখির অরণ্যে
বৃষ্টি ঝরে পড়া নিঝুম পাহাড়ে
প্রকৃতির এইসব অনন্যতার নিবিড়ে
ছুটে যেতে যখন তোমার মন
অস্থির অশান্ত হয়ে ওঠে
তখন ভাবো কি সেও থাকবে পাশে ?

কখনো কি ভাবো, শুধু তুমি আর সে?

ভাবো না বলেই,
সে আবার ফিরছে
হৃদয় বিনিময়ের যত দর্শন ছুঁড়ে ছুঁড়ে
ফিরে চলছে
প্রত্যাশার সব অনুভব ছিঁড়ে ছিঁড়ে
প্রত্যাখানের পালক ওড়া পরিচিত পথ ধরে
আজন্ম অজানা পাপে  
তার সেই প্রেমহীন পরাজিত ভুবনে।
আবার ।

(২৬.১১.২০২২)