উত্তরাধুনিক কবিদের কবিতার ঠোঁটে
সরস আবেগে বসাও তোমার মধু ঠোঁট ।
খুন করেছিলে সুনীলের মতো কবিতার এ সুনীল মন,
পুষ্প প্রজন্মের মতো উত্তরাধুনিকতার সাথে
উদার রমণে হয়ে একজোট।

রূপকে হয়তো অনবদ্য তবে অর্থ বিপন্ন হয়েই পড়ে,
তবু তোমাকে যে শিহরিত দেখি প্রশংসা মাখার জ্বরে ।

নিবিড় প্রেমের কাঙাল কবিতা অতোটাই
ছিল কি অনাধুনিক ?
থাক ।
আজ না হয় উত্তরাধুনিকতা অনুপ্রবেশের কারসাজি
তোমাকে চরম তৃপ্তির শীৎকার দিক।

(২৩.০১.২০২৩)