হুমায়ুন এর নক্ষত্রের রাতে
মেয়েটি বললো,
"আমি তোমার পাশে পাশে থাকবো,
তোমার দুঃখবোধ দূর করবো"।

তুমিও ছিলে
হুমায়ুন এর নক্ষত্রের রাতের মতো
একটি অনন্য মেয়ে,
তবে ভাবিনি
আমার দুঃখবোধ দূর করতে না পারার
অজুহাতের শব্দ শিল্পগুলোকে তোমার,
একদিন আমি
উপেক্ষার বিহঙ্গদের মতো পুষবো।

(৩০.০৪.২০২৩)