কিছুদিন পর পরই ধমকাতে তুমি,
যেন মহা ফেরাউন,
যেন তোমারই এ দেশের সব খনিজ ভূমি।
আর আমরা কৃতদাসের মতোন
মাটি ছোঁয়া কুঁজো হয়ে মাথাটা নীচু করে থাকতাম,
আর মুসার মতোন কোনো নবী এসে বাঁচাবার জন্য
আল্লাহ আল্লাহ করতাম।

যখন তখন মারতে পিঠে বিদ্যুৎ এর হিংস্র চাবুক,
দৈনিক খাদ্যের খরচ কমিয়ে কমিয়ে
মাস শেষে "তোমার কথাই শেষ কথার" সব
সরকারী বিলগুলো মেটাতাম
চেপে ধরে
খনিজ সম্পদ লুটপাটে নিপীড়িত এই বুক।

তবে আজ এই খনিজ ভূমির
কোন গর্তে ভীরু ইঁদুরের মতোন লুকিয়ে তুমি
কাঁপছো কেমন করে, খায়েশ ছিল তা দেখার একটু সুখ।

(০৬.০৮.২০২৪)