ওরে ও ফুল্লি!
জ্বালিয়ে দে রে, এই প্রহরে
কাব্য রসের চুল্লি ।

ওরে ও ঝরণা !
বলিস তারে, রঞ্জনারে
উড়িয়ে দিতে বিকেল মনে
কাব্য রঙিন ওড়না।

ওরে ও বা-জান!
রাত্রে যেন আসর বসে
শঙ্খমালার অগ্নি জ্বলে
কঙ্কাবতী কাব্য পড়ে
রোজেনা যেন ঢেউ অঙ্গে
কাব্যে করে স্নান ।

মোল্লাও যেন বুঝতে পারে
লালন রবির কাব্য ঘরে
উগ্রের নাই স্থান ।
উদার কবির মনন সুবাস
খোদা'তালাও পান।

(০৯.১১.২০২৩)