ভেঙে দিলো
দেশ জনকের ঐতিহাসিক গৃহ,
ভেঙে দিলো
কোটি বাঙালির হৃদয়টিও ।
মুছে দেবে ওরা
এবার আমাদের ইতিহাস,
বাঙালি সংস্কৃতির যত বিশ্বাস ।
এসেছে মরু মনস্তত্তের কাল,
রাজাকার ও হানাদারের দালাল
মুক্ত আজ যত ধর্মান্ধ মরু জন্তুদের দল
নিয়ে নেবে তারা বাঙালিদের
উদার বাংলাদেশের দখল ।
(০৭.০২.২০২৫)