আমি উড়ে যাবো ঝড়ের সাথে,
আমি উড়ে যাবো তোমার কাছে ।
উড়ে যাবো প্রবল প্রেমে
             আবেগে ও সংঘাতে ।

এলোমেলো করে দেবো তােমার চুল,
শুধরে দেবো যত তীব্র ভুল ।
বজ্র নিনাদে কাঁপিয়ে ভূবন
        জয় করে নেবো তোমার মন ।

আমি আসছি_ তুমি থেকো প্রস্তুত,
আমি হবো নব প্রেমের দূত,
বিদ্যুতের মতো তীব্র গতি
        জগত সংসারের যত সুমতি ।


(২০.০৩.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)