তুমি একরকম, আমি অন্যরকম
তবু ভোলে না তো তোমার ঐ মন ।
এত বন্ধু মাঝে এত সুখের স্রোতে
কেন মনে পড়ে কেন খোঁজে ঐ মন?

তুমি একরকম, আমি অন্যরকম
তোমারই কথা যা ভাঙ্গে এই মন।
আমি দূরে থাকি ঠোঁট চুপ রাখি
তবু কেন হঠাৎ চাও আলাপন।

কেন মেঘেরা আসে কেন বৃষ্টি ঝরে
তোমার ঐ প্রখর সূর্যের হৃদয়ে ?
কেন নীরবতা ভেঙ্গে ঝর্ণা ছোটে
পাথরের মতো ঐ মনটা ফেটে ।

কেন অবহেলায় হঠাৎ করেই
মনে পড়ে যায় এই যে আমাকে ?
কেন থামো তুমি কেন ডাকো তুমি
ভালোবাসা যেন যায় না ঐ যাকে ।

তুমি একরকম, আমি অন্যরকম
তবু পারো না তো কোনো বিস্মরণ।
যত অভিযানে কত বন্ধু তোমার
তবে আমি কেন নই যোগ্য তখন।

তুমি একরকম, আমি অন্যরকম
তোমার অগ্নি যুক্তি দেয় দুখের দহন।
তুমি বুঝবে না, তুমি মানবে না
তবু ছাড়বে না এই কষ্টেরই মন।

(২০.০৫.২০২৪)