হ্যাঁ, তুমি আমার সব নও।
আমার আছে অনন্য একাকীত্ব ।
সকল প্রকার অনন্য ব্যর্থতার আজন্ম ধারা ।
আছে এই জীবন পৃথিবী ঘৃণা করা।
আছে কাউকে
চিনতে গিয়ে গভীর দুঃখ পাওয়া,
তারপরও তাকে ভালোবেসে যাওয়া।

আছে অপেক্ষা কখন খুলে দেবেন ঐ বিধাতা
নির্বাণের অমোঘ দরজা।
আছে নিজের পরাজয়ের কথা বলে
নির্লজ্জ হওয়া ।
নিজেকে নির্বোধের মতো কবি ভাবার যাতনা।
মূল্য নেই তবু তা দাবী করা।

দারুণ আনন্দ ভরে রাখে এসব আমাকে
আমার নিথর ঘরে।
দিন চলতে থাকে । শেষ হয় না যে।

সুতরাং তোমাকে নিয়ে ভাবার,
তোমাকে না পাবার,
তোমাকে ফালতু কথায় অসহ্য বোধ দেবার,
তোমাকে না চেনার দুঃখগুলোই সব না ।

ঠিক বলেছ তুমি ।

(২০.১০.২০২২)