তোমার চোখের জলছায়া দৃষ্টি
সাথে শিশুর মতোন আদুরে জিজ্ঞাসা,
সৃষ্টি করে সম্পর্কের এক হৃদয় নিবিড় অনুভব,
হয়তো বুঝতে পারো, তবে কতটা
তা বুঝতে পারো না, জানি নিশ্চিৎ।
তুমি হয়ে ওঠো বন্ধুত্বের অমোঘ পথিকৃৎ
যে অনায়াস এক সুধায় অপাংক্তেও এই সত্তায়
বন্ধুত্বের অপার অজানা ঐশ্বর্য জাগায় ।
ইচ্ছে করে ধরি দু'হাত, করি চুম্বন, শুঁকি মিত্র গন্ধ,
পান করি অনন্ত আকন্ঠ
তোমার অবলোকনের মিষ্টতা,
বহু জনমের পর দারুণ সরিয়ে দিয়ে
চারিদিকে ভীড় করে থাকা
জগত ও জীবনের প্রতি বিমুখতা ।
খুব ইচ্ছে করে বলি ভারসাম্য ছিন্ন কোরে
শুধু বন্ধুত্বের আবেগে লঙ্ঘিত যত কথা ।
ইচ্ছে করে অথচ রক্ষণশীল এ বলয় ভেঙে
কিছুতেই বলতে পারি না ।
তুমি আমার বন্ধুই নারী,
তবে কবিতাই স্পষ্টত সীমানা ।
(০৪.০১.২০২৫)