মেঘনার বুকে আকাশের নীলে
তোমারই চিন্তাধারা
বুকে নিয়ে শুধু পুড়েছি পুড়েছি
হয়েছি আত্মহারা ।
তবে কেনো আজ কবিতার ঘরে
দুখের শব্দধারা ?
বন্দি নগরে আরো শৃঙ্খল
তোমারই চিন্তাধারা ।
মুক্তির নামে দেখেছি তোমাকে
যেন এক ধ্রুবতারা !
অথচ বুঝিনি গর্বিত এত
তোমারই চিন্তাধারা ।
(০৩.১১.২০২৩)