জলবায়ু পরিবর্তনের এ আকালে
বৃষ্টিরা এখন বহুদিন পর পর আসে
বৃষ্টিদের আসা যেন
এক বিশেষ বিষয় হয়ে উঠেছে !
অথচ যে বৃষ্টির বর্ষণ বর্ষাকালে
স্নিগ্ধতায় ব্যাকুল করে দিতো মন
গড়ে দিতো কবিতা লেখার ক্ষণ
এমনকি মাঝে মাঝে
আমাদের পথ চলায় জাগাতো দারুণ বিরক্তি
সেই বৃষ্টিরা আজ যেন আমাদের মাঝে আগন্তুক
ঝরিয়ে যেন যায় আজকাল
বৃষ্টি জলহীন কোনো সময়ের ফিরিস্তি
একদা রাত দিন
অঝোরে ঝরে পড়া বৃষ্টিরা এখন
পরম অপেক্ষা ও আকাঙ্ক্ষার
যেন মাত্র ক্ষণিকের অতিথি
তাই আজ আমাদের শহরে
বৃষ্টিরা এলে আমরা জানাই প্রিয়জনদের
ছন্দে স্পর্শে পতনে
মধুর আগমনের সে সুসংবাদ
যেমন জানালে
হোয়াটস অ্যাপ ভিডিওতে তুমি
অভিনন্দন !
তোমার শহরে বৃষ্টি !
আমাকে স্পর্শ করেছে তোমার উচ্ছ্বাস !
আর তোমার বৃষ্টি মুখর অন্তরের
বৃষ্টি স্নিগ্ধ খুশিটি।

☁💧☁💧☁💧☁💧☁💧☁

তোমার শহরে বৃষ্টি!
এসেছে তাই
তোমার জানালায় তোমার দুচোখে
মর্মসুখের কী অপরূপ দৃষ্টি;
খুব ইচ্ছে হলো ছুটে চলা বাস থামাই,
চলে যাই তোমার ঐ শহরে
যেখানে ঝরছে অঝোরে বৃষ্টি;
দেখি তোমার ম্লান মধুর মুখটি
বহুদিন পর হাসছে যে খুব মিষ্টি !

কিন্তু সে জীবন নেই,
কবিতার মতো একদিন যা ছিল কৃষ্টি ।

(১৪.০৮.২০২২)