তোমার সাথে কথা মানে
একটি নক্ষত্র ছুঁয়ে দেয়া,
কোনো সবুজ দ্বীপকে খুঁজে নিলো
নীল সমুদ্রের খেয়া।

তোমার সাথে কথা মানে
শুদ্ধ নীলে ভাসা
তোমার মনে জড়িয়ে থাকা
আকাশটা ভালোবাসা ।

তোমার সাথে কথা মানে
মেঘনা নদীর বুক
ছোট ছোট ঢেউয়ের মতো
ভাসছে নিবিড় সুখ।

(১০.০৮.২০২২)