টেবিলের উপরে তোমার ঐ ঘুমন্ত দেহ
দেখে ভেঙে পড়ে, ভেঙে পড়ে,
তবুও নিষ্করুণ দেবতার মতো ধরে রাখি
আমার শপথ, আমার শর্ত ।

জ্ঞান আলোকিত তুমি খাতার উপরে ঝুঁকে
দেখে খুব ইচ্ছে করে, ইচ্ছে করে,
তবুও প্রত্যাখাত আমি পুড়ে যাবার প্রতিজ্ঞায়
প্রতি মুহূর্ত অনড় এবং অব্যর্থ ।


(২০.০২.২০২৪)