(১)

নারীবাদী মানে নারীরা না
পুরুষের দিকে থাকে ঘেঁষা।
নারীবাদ মানে পুরুষের সাথে
অবাধে মেশার নেশা।

(২)

দেখেছি তোমার
"মানুষ" তত্ত্বের ক্ষুরধার নারীবাদ !
এক পুরুষে পাও না তৃপ্তি
চাও শত পুরুষের স্বাদ।

(৩)

নারী সঙ্গপায়ী পুরুষেরা সব
নারীবাদ ভালোবাসে।
সংসার রমণী উপভোগ সাথে
তোমাকেও পায় পাশে।

(৪)

গড়বে না বন্ধন থাকবেই স্বাধীন
সে তো ভালো নারীবাদের দর্শন ।
শুধু বুঝি না তোমার নারীবাদে
পুরুষ বন্ধুত্বে কেন এত আকর্ষণ?

(৫)

দেখেছি তোমার
"মানুষ" বোধের অয়োময় নারীবাদ !
নারী বন্ধুত্বে ভাঙে না ততো
যতো পড়ে ভেঙে সঙ্গ-সুখে পুরুষ বন্ধুত্বে বাঁধ !



(০১.০৪.২০২৩)