মেয়েটিও চলে গেলো;
বুকের ভেতর পুরে দিয়ে গেলো
নিঃসঙ্গতার নির্মম বাতাস ;
ভেঙে দিয়ে গেলো
মনের গহীনে তুমুল ঝাপটে চলা
অগণিত কবিতার বর্ণিল ডানা,
বাজপাখির মতো ক্ষুরধার ঠোঁটে
রক্তাক্ত করে এক রাতে হঠাৎ ;
প্রেম নয়, এবার দুর্ধর্ষ জলপ্রপাত
সেটির মতোন শুধু হবো নিম্নগামী ;
সংহার করে যাবো তৃপ্ত আক্রোশে
একের পর এক গোপন পুষ্প ;
সকল নষ্ট নক্ষত্রের সাথে নষ্ট হবো
দুর্নিবার রমণে ;
কবিতাকে করবো ভীষণ মারমুখী ;
অশ্রাব্য শব্দ স্রোতে ফাটিয়ে দেবো
সুশীল সুকোমল সব প্রেমের কর্ণকুহর ;
ডুবিয়ে রাখবো প্রেমকে
সমুদ্রের লবণাক্ত নীল বিষে ;
মেয়ে তুমি ফিরে এসো না ভুলেও
বাতাসে আমার নির্ভার সুখের শিসে ;
এখন সে মোহন সুরে
তোমার মৃত্যু আছে মিশে ।
(১৬.০৯.২০২২)