তোমার কারণে
এ অস্তিত্বে যে বিষন্নতা আমার !
যেন জন্ম পূর্ব
তা এক নিরেট অন্ধকার ।
আর কোনো শব্দ নেই, বাক্য নেই,
শুধু যেন বাকী
দৈব কর্মের মতোন নির্ধারিত এক ইচ্ছা,
সব কিছু এই অন্ধকারে মিশিয়ে দেবার ।
(০৭.০২.২০২৪)
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.