সময়টা যে কিছুতেই কাটে না !

তোমার হাত ঘড়িটা একটু দেখ না ?

বড় কাঁটা কি ছুঁয়ে আছে আমার
কোমল বিষন্নতা,
আর ছোট কাঁটায়
সেখানে কি নীল নীল নিঃসঙ্গতা?
আর অস্থির ছোট ইদুরের মতন
ঘুরে ঘুরে ছুটে ছুটে
বলছে কি ঐ সেকেন্ডের কাঁটা

কবে হবে দেখা
কখনো কি হবে দেখা
সে দিয়েছিলো কি কথা ?

কবে কোন সে ঐ
বাতাস ভরা বিজন বিকেলে
আর কেউ না, আর কেউ না
পাশাপাশি শুধুই দুজনে
কথার পরে কথা
শুধু কথাই যাবো বলে ;

ঘড়ির কাঁটা রাখবো ডুবিয়ে
আমাদের পায়ের কাছের
গল্প বলা জলে।

(০১.০৮.২০২২)