তোমার ছবির স্রোতে আমি নেই,
ছবিদের সমাগম থেকে দূরে
আমি একা পাহাড়ের মতো ।
যদি আমি,
তোমার সমস্ত মনযোগ পেতো
তবে তোমার ছবিতে শুধুই তোমাকে
সমুদ্রের মতোন আমার পাশে
খেলা করতে দেখা যেতো ।
বেহিসেবী অভিমানের উপর
মেঘের মতোন বন্ধুত্বে তোমাকে
ভাসমান থাকতে দেখা যেতো ।
আকাশের মতোন তোমার দৃষ্টি
দেখা যেতো পরিপূর্ণ আদরে
আমার দিকে ।
অথচ তোমার প্রতিটি ছবির আনন্দ জোয়ারে
একটুও মন খারাপের আভাস নেই,
নেই একটুও খোঁজের উৎকন্ঠা,
তোমার ছবিগুলোর সারাংশ বোলে দেয়,
তুমি ভুলে গেছো,
আমি একা পাহাড়ের মতো ।
(১০.০২.২০২৫)