এসো হে, আমার নিঃশ্বাস হরণ করো
আশ্চর্য ভালোবাসায় ।
পাপহীন স্বর্গ পরীদের মতো উড়ে এসো
আমার অনুভূতির চূড়ান্ত চূড়ায় ।
আমার দুখের শিল্পে বুনে দাও
খানিক সুখের সজ্জা ।
রাজ্য দূষণে এ মনে জমা ক্লেদ
মুছে দিও সেই লজ্জা ।
যখন প্রশ্নের পরে প্রশ্নে
আমি বেদনার্ত এবং নাকি বেঈমান !
রূপসী সাকীর মতো পারস্য আদরে
দিও আমার অভিমানের যোগ্যতা দান ।
হাত ধরে থেকো অবিশ্বস্ত যত
ক্ষমতা আর বিদ্রোহে,
আমজনতার সাথে প্রতারিত আমি
যেন দুঃখ মুছে নিতে পারি
তোমার বিশ্বস্ত দেহে ।
(৩০.০৯.২০২৪)