তােমাদের সঙ্গীতের সুর শব্দ
আমাকে অপরূপ চিত্রিত করে রাখে জীবনের জমিনে;
আষ্টেপৃষ্টে জড়িয়ে থেকেছে তারা,
গড়ে তুলেছে আমাকে সুক্ষ্মতর এক উচ্চ অনুভবে;
(তোমরাই ছিলে "সাউন্ডট্র্যাক অফ মাই লাইফ" নিঃসন্দেহে;)

যেদিন থেকে শুনে চলেছি
তোমাদের সঙ্গীতের শব্দ সুর মুর্চ্ছনা
                      জীবনকে দেখেছি অনন্য আলোকে,
পড়তে পেরেছি তাকে
ঋদ্ধ সমৃদ্ধ বোধ ও জ্ঞানের সুণিপুন নিরুপণে;

খুলে গেছে একে একে
মন হৃদয় মস্তিষ্কের দক্ষিণা বাতাসের জানালা দুয়ার;
আমাকে করেছে সেসব সঙ্গীত মানবিক
                           আর আকাশের মতো উদার;

তোমাদের পেয়েছি জন্মে এ পৃথিবীতে,
কারো সাথে হেঁটেছি একসাথে
কেউ রেখে গিয়েছিল উপহার আগে থেকেই
আর পেয়েছি কাউকে বয়সের ধাপে ধাপে
যারা এসেছিল নতুন করে আমার ক্ষুদ্র জীবনের বাঁকে বাঁকে,
মুগ্ধ করেছে সুর শব্দের বিস্ময়ে,
                     বারে বার চমৎকার এ জীবন অনুভবে;

কৈশোরে যৌবনে প্রথম শোনা,
সে সুর শব্দদের অনন্য দ্যোতনা, যখন শুনি আজো,
কেঁদে ওঠে মন, আর হয়তো কিছুকাল মাত্র
           তারপর আর কখনো তোমাদের শুনতে পাবো না;

বুক ফুঁড়ে সে যন্ত্রণা, বেরিয়ে মিশে যায়
তোমার সুর ও শব্দের মহতি ব্যঞ্জণায়,
চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু, অনায়াসে আসে সুখের কান্না;

যুগিয়েছো প্রেরণা মননে,
অমানবিকতার মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হয়েছি যতবার
আমার এই সামান্য সাধারণ জীবনে;

তোমাদের কিছু দিতে পারিনি, নিয়েছি শুধু দু'হাত ভরে,
আমাদের জানিয়েছিলে তোমরা
এক জীবনে বেঁচে থাকার অগণন সান্তনামুখর সংজ্ঞা।

চলে যাবার আগে, জানিয়ে গেলাম আজ তোমাদের
হে মহা প্রতিভাধর, আমার হৃদয়ের অনন্ত অসীম শ্রদ্ধা;

তােমাদের সঙ্গীতের সুর শব্দ, জেনো হে গুণী শিল্পী,
সারাটি জীবন তোমাদের কাছে করে রেখেছিল কৃতজ্ঞ।

(১২.০৬.২০২১)