তোমরা ভুলে যেতে পারো শোক,
তাতে কিছুই যাবে আসবে না ।
আমাদের ছাড়িয়ে বাংলাদেশের আছে
লাল সবুজের ঐশ্বরিক এক অস্তিত্ব
সে কখনো মানবে না, তাঁকে নিয়ে শোক
মহা প্রলয়ের দিনেও সে বিস্মৃত হবে না।

শুনবে না বাতাস, তারা বয়ে যাবে শোকে,
সমুদ্রও শুনবে না, শোকের অশ্রু ধারণ করবেই
তার অসীম সে বুকে ।

শুনবে না পাখিরা, শুনবে না
অরণ্যের হরিণ, অরণ্যের বাঘ,
শুনবে না পাহাড়, গৃহস্থের গাভী আর ছাগ,
শোকে শোকে হবে মুহ্যমান
বাংলার যত বৃক্ষ, পদ্মা মেঘনা যমুনা বহমান,
তারা কখনোই ভুলবে না
পনেরোই আগস্টে কতগুলো কুলাঙ্গারের কারণে
ঘটেছিল এক মহানের মহা প্রয়াণ,
যিনি ছিলেন বাঙালির বাংলাদেশের জনক

         শেখ মুজিবুর রহমান।

তোমাদের শোকের কোনোই প্রয়োজন নেই
কেননা বাংলাদেশ ছাড়িয়ে এই পৃথিবীর ইতিহাসে
কখনো থামবে না আর তাঁকে নিয়ে

       শ্রদ্ধা ও শোকের ঐকতান।


(১৩.০৮.২০২৪)