শোষকের দুনিয়ায় ভালােবাসছি তোমায়,
শোষিতের মতোই যে করি হায় হায় !
শাসনে শোষণে দেখি একই রূপরেখা !
কোথায় সে প্রেম আর এ কী বেঁচে থাকা ?

দুই দিকে একাধারে স্বৈরশাসন !
হৃদয় ও জনপদে দমন পীড়ন ;
তুমি কাড়ো প্রেম আর সে কাড়ে ভাত !
"শান্তি" "মুক্তি" কাঁদে দিন আর রাত ;

যুগে যুগে জয়ী হয় নারী আর রাজা,
তুমি ভাঙ্গো মন আর সে ভাঙ্গে মাজা !
রাজা তবু যায় তো জনতার ক্রোধে,
তোমাকে হারায় দ্রোহে কোন্ নির্বোধে ?

তোমাদের শাসনে তো মরি বেদনায়,
মাঝে মাঝে ভালোবেসে বাঁচিও আমায় ।

(১৮.০৯.২০২২)