সে তো কথা বলছে ।

কথামালা তার সীমাহীন নীরবতার
আকাশে নক্ষত্রের মতো
জ্বল জ্বল করে ধ্বনিহীন জ্বলছে ।
নিথর দুপুরে বাতাসের শরীরে
কথারা তার একদম একা এক ঘুড়ির মতো
শুনশান তির তির উড়ছে ।

সে তো কথা বলছে।

দেখো তাকিয়ে
চোখের নিরালা জলাভূমিটি থেকে
একে একে বলাকার মতো
পাখা মেলে দিচ্ছে কোমল কথারা
মিশে যাচ্ছে রাঙা সন্ধ্যার বিষন্ন বুকে।

মাঝে মাঝে শোনা যায় কথারা যে তার
শুধু আঙুলের স্পর্শে
অন্তর কাঁপানো বিরহের সুর হয়ে
তোমাদের এই আনন্দ ভুবনে ভাসছে।

বোলে বোলে হেরে যাওয়া কথারা তার
ঠোঁটে কন্ঠে হয়তো নেই আর.....

তবু সে তো কথা বলছে ।

(১৪.০২.২০২৩)