তোমার টু ডু লিস্টে
পেয়েছ সমুদ্র স্বর্গ রাত
ফেনাজল এসে নাচে পায়ের ওপর
চন্দ্রালোকিত পথে ওঠো চন্দ্রনাথ পাহাড়
সূর্য কন্যা হও ছুঁয়ে এভারেস্ট শিখর
কাশ্মীরে ভেসেছ বাতাসে
অতুলনীয় আনন্দে রোমাঞ্চকর
সুন্দরবন বান্দরবান খাগড়াছড়ি
মেঘের ওপর ভাসো সাজিক ভ্যালি
নেপালে সিকিমে হাসো তুমি সুন্দর কন্যা
স্নানে অস্তিত্ব মুখরিত করে সিলেটের ঝর্ণা
দূর অরণ্যে চরাচরে পাখি আর পদ্মফুলে
জীবন হয়েছে যে কত সপ্তবর্ণা
শখের পর শখ পূরণে বয়ে যায় তোমার মনে
জীবন সুখের অনন্য অনুভূতির বন্যা.....

অথচ আমার টু ডু লিস্টে
জানি না কোন সে অজানা দন্ডে
পূরণ হয়েছে শখ পরিপূর্ণ সুখে
"অভিমান দুঃখ আর একা" ;
বাকী আছে শুধু মৃত্যুটির সাথে দেখা ।

(২৭.০৯.২০২২)