ভাবি তোমাকে অমূল্য মধুর অনুভবের মতো
ভাবি তোমাকে বন্ধুত্বে স্রষ্টার উপহারের মতো
অথচ গান্ধার শকুনির চাপে অংশ নাও তুমিও
ফুটাতে ঠাট্টায় হুল বিষাক্ত বোলতার মতো ।

(৩০.১২.২০২৪)