ঈশ্বর আমার বুকে
রয়েছেন তিনি সুখে
ইচ্ছে হলেই যখন তখন
পেরেকটি দেন ঠুকে ।

তখন রক্ত ঝরা যিশু
হাহাকার ভরা অন্তর
কেউ বোঝে না ঘটছে কেনো
তীব্র মনান্তর ।

তোমার মনও পাথর
তাই তো আজো পর
তারই লীলায় জখম করো
বুকে হাসে ঈশ্বর ।

গোছানো আছে দিন
জাগবে বিদায় স্বর
ডুববে তুমি গ্লানির জলে
থামবে বুকে ঈশ্বর ।

(০২.০৪.২০২৩)