মাঝে মাঝে ভেবেছি,
কেনো এসেছি ?
অনুমতি তো কেউ নেয়নি
আসতে চেয়েছি কিংবা চাইনি ।

মাঝে মাঝে ভেবেছি
বৃথা এ জন্ম,
আবার ভেবেছি
মানিকের মাঝির মতো
জীবনটা এত ছোট কেনো ?

মাঝে মাঝে মুসার মতো
জুড়েছি তাঁর সাথে শত রাত্রি তর্ক ।

মাঝে মাঝে পেয়েছি
মায়ের মমতা যেনো স্বর্গ ।
মাঝে মাঝে নারীর স্পর্শ
গোলাপের মতো স্নিগ্ধ
অপ্সরীর মতো গন্ধ ।

মাঝে মাঝে জীবন পেয়েছি
কবিতার মতো ।
মাঝে মাঝে কবিতা ছিঁড়ে
ছুড়েছি আগুনে
দেখে আগুনের মতো বৈষম্য ।

এভাবেই এসকল অনুভবে
প্রবাহিত হলো জন্ম ।
আমি চাইনি মাঝে মাঝে,
তবু থেকেছি দ্বিধা-ভালোবাসায়
থাকতে হলো যে আমায়
জন্ম থেকে আজন্ম ।

(০৬.১০.২০২০)