সালাম হে তোমারে ও কী বাপ রে ধর্মের জাহান !
ধনী ধনী মেরুদন্ডহীন তবে মোটা ধর্মের গর্দান,
আর তোমাদেরই মাঝে বসে ইহুদীরা বারে বারে
দেয় ফিলিস্তিনি কোরবান !
এ দিকে ধর্মের নামে উগ্র মরু জন্তু ভাঙ্গে
নারী, মাজার ও ফুলের দোকান,
যেখানে নেই প্রয়োজন এগুলো জঙ্গি ক্লীবের মতোন
তোলে জেহাদের কী কান ফাটানো তান !
হতে পারে শুধু সরল দুর্বল নাগরিকের উপর
ধর্মের কী পালোয়ান !
একটা চুলও ছিঁড়তে পারে না ইহুদী ইসরায়েলের
অথচ এই দেশ বানাতে চায় আইসিস তালেবান ।
যা যা যুদ্ধ কর ফিলিস্তিনিদের পক্ষে,
সত্যিকারের জেহাদী সাহস থাকলে হুংকার দে না
নারায়ে তাকবিরে ইসরায়েলের সীমান্তে দাঁড়িয়ে ?
চাপড় দে শুধুই বিলাসে বিকলাঙ্গ তোর ভাই
ঐ জাহানকে, যারা কাপুরুষের মতোন ওড়ায়
ধর্মের নেতাগিরির নিশান,
ফিলিস্তিন মুক্ত করে
তারপর যতো ইচ্ছা জেহাদ জেহাদ চিৎকারে
করে যা ধর্মের জয়গান ।
(২০.০৩.২০২৫)
At least 404 Palestinians have been killed and 562 wounded as Israel launched a massive assault on Gaza, shattering the fragile two-month-old ceasefire, Al Jazeera, 18 Mar 2025 - গত আট যুগ ধরে এরকম ফিলিস্তিনি হত্যাযজ্ঞ কতবার হয়েছে ? সেটার হিসাব আছে ? জাহানের একদম মধ্যখানে বসে ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা করেই চলছে, অথচ আমরা কি জিজ্ঞাসা করি এই শয়তান দেশের চারিদিক ঘিরে থাকা জাহান রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার বিষয়ে ? প্রশ্ন করি ফিলিস্তিনি হত্যাকান্ডে সমর্থন দিয়ে যাওয়া ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলোর সামরিক ঘাঁটি কেন আমাদের জাহান ভাইদের রাষ্ট্রে ? ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলোতে কেন বিলাস যাপন করতে দেখি জাহান ভাইয়ের রাজ পরিবারদের ? যে ধনী জাহানের কোনই ক্ষমতাই নেই পৃথিবীতে এত বড় অন্যায় অত্যাচার থামাবার, ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত যুদ্ধ ঘোষণা করার অথচ তাদেরই মানি ধর্মের প্রধান রক্ষাকর্তা ! বিবেক কী লজ্জা দেয় না ? আর এ দিকে ধর্মের নামে উগ্রবাদী শাসন প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে ! দুর্বল বাঙালি নাগরিকের উপর এসব ফাঁকা জেহাদ না দেখিয়ে সাহস থাকলে দলে দলে গিয়ে ইসরায়েলের বিপক্ষে দেখাও আগে, দেখিয়ে দাও তোমাদের ধনী বিলাসী ভীতু জাহান ভাইদের, তারপর আসো, তখন বলবো আসল জেহাদী তোমরা ।