তোমাদের তাকেই ভালো লাগে
যার যোগাযোগের মাত্রা
তোমাদের করে আনন্দে আত্মহারা
কেননা যখনই চাইবে কিছু তার কাছে
জানো নির্ঘাত বলবে সে,
"হ্যাঁ হ্যাঁ এখনই করে দিচ্ছি ময়না ।"
তোমাদের তাকেই ভালো লাগে
যার আছে একটি গাড়ি, মেলায় যাবে,
যাবে রিসোর্টে, মহলে কিংবা অরণ্যে
কোনো কিছুতেই থাকবে না মানা ।
মৌমাছির মতো তাকে ঘিরে চলবে
তার প্রতি তোমাদের মুগ্ধতার উপাসনা।
রোদে, বৃষ্টিতে, কুয়াশায়, মাঠে মন্দিরে সভায়
তাকে ছাড়া কোনও কাহিনীই তোমাদের
কখনোই জমে ওঠে না।
অথচ যার আছে প্রীতি, হৃদয় উৎসারিত কথা
ম্লান দু'চোখে যার খেলা করে শুধুই ভালো লাগা
কিন্তু নেই তোমাদের মন উপযোগী অনন্য সব
আয়োজন সৃষ্টির দক্ষতা,
তেমন কাউকে দেখেছি,
তোমাদের কোনদিনই ভালো লাগে না ।
(২৯.০১.২০২৫)