রাতের প্রথম প্রহরে
কবিতার শরীরে
যে শব্দের জন্ম
তা তোমারই জন্য ।

ভোরের প্রথম আলোতে
রাতজাগা দু'চোখে
যত প্রার্থনা
তা তোমারই জন্য ।

তোমারই জন্য সব
যত নিষিদ্ধ উৎসব,
প্রতিনিয়ত আমার
আলোকিত অনুভব ।

সোনালী শস্যে
পূর্ণিমার আলোতে
চরাচর ভেসে যায়
যে রূপ প্রকৃতি পায়
তা তোমারই জন্য ।

গ্রীষ্মে অথবা বৃষ্টি ভেজা পথে
কৃষকের আঙিনায়
যে কিশোরী স্বপ্ন দেখে যায়
তা তোমারই জন্য ।

(১৮.০২.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)