মৃত্যুর আওয়াজ পাওয়া যায়,
সৈয়দের মহা নাট্যের পায়ের মত,
যদি অবশেষে নেমে আসে বাংলার উঠোনে
তবে তা হবে না সাধারণ কোনো চলে যাওয়া
নিবারক খেতে খেতে যেমন ঘটে
অকস্মাৎ একদিন ।
বরঞ্চ সে মৃত্যুর থাকবে চরম তাৎপর্য
মুজিব এর ডাকে মা ও মাটিকে চুম্বন করে
বিজয়ের সূর্য ছাড়া ঘরে না ফেরা
একাত্তরের মতো ।
কসাই টিক্কার মতো আজ
মরুদাস ধর্মান্ধের বাঙালিত্ব নিধন থামাতে,
যদি হতে হয় মুখোমুখি,
এবং সে মৃত্যুর দেহ থেকে শুষে নেয় যদি
এক ফোঁটাও রক্ত বাঙালির জন্মভূমি
তবে জেগে উঠবে এক সাগর রক্ত দানের
দ্বিতীয় রণাঙ্গন।
এবং পরিণতি হবে এক্ই,
সৈয়দের কালজয়ী কবিতার মতো আলপথ দিয়ে
হেসে উঠবে আবারো সরল বাঙালিদের
উদার সংস্কৃতি,
বিজয়ের মুক্ত স্রোতে আবারো তেরশো নদী
করে যাবে উত্তাল কৃতজ্ঞ কন্ঠে কলতান,
এই বাংলাদেশ তোমারই মহান কীর্তি
শেখ মুজিবুর রহমান ।
মৃত্যুর আওয়াজ পাওয়া যায় মুজিবুর,
একাত্তরের মতোন, ঘটবে সম্ভাবনায় আবারো
বাঙালির অনায়াস আত্মদান,
এবং এবার সে সমরের পরেই এই বাংলায়
স্থাপিত হবে সর্বত্র পুনরায় তোমার সম্মান।
(০৯.০২.২০২৫)