মা এর জন্মদিবস সমস্ত অনুভব জুড়ে,
তার শরীর থেকে পাওয়া
এ শরীরের সমস্ত রক্তস্রোত জুড়ে।
শুভ জন্মদিন মা।
পৃথিবীর প্রতি রুক্ষ আমি আজ না।
বিচ্ছিন্ন হলাম সবার থেকে,
প্রখর রৌদ্র থেকে ছায়ামাখা ফুটপাথে ।
কোমল ছায়া, আরো কোমলতর মা,
সৃষ্টির শুরু থেকেই বহন করেছে এই মধুরতা
মানব ও তার মা।
অফিস ফেরত, ব্যয়ের সঙ্গতি লঙ্ঘন করে
যেতে হবে আজ তাড়াতাড়ি মা এর কাছে।
যেতে যেতে ক্ষমা করেছি আজ
বৈষম্যে ভরা পৃথিবীটা,
তোমারই জন্যে, শুভ জন্মদিন মা।

(১৯.০৭.২০২৩)