রমনা পার্কে শুয়ে বসে আছে কিছু নারী,
অপটু হাতে সস্তা প্রসাধনের বাড়াবাড়ি ।

"আমি সমাজপতি, আমি ওদের চিনি,
জানি, ওরা অচ্ছুত, ওরা সমাজের নিম্নশ্রেণী"।

তোমার গাড়ী এখন পাঁচতারা-গামী ।

পাঁচতারা হোটেলে বসে মুখোমুখি কোনো মাধবীর,
দামী সিগারেট, স্ন্যাকস, ধোঁয়া ওঠে কালো কফি'র ।
সবকিছু ঠিক হলে এবার নির্জন কোনো কক্ষে,
শ্যাম্পেন খোলো তুমি সবার অলক্ষ্যে ।
এরপর সব কিছু নীল ছবি...এরপরও সু-সভ্য তুমি...।

না ! তুমি কোনো ইতর শ্রেণী,
                    ভন্ড সমাজের তুমি এক অধিপতি ।

তুমি সবার আড়ালে, ওরা খোলা রমনায়,
তুমি নিরাপদ নির্জনে, ওরা ঘাসের প্লাবিত জ্যোস্নায় ।
অশিক্ষিত মূর্খ নোংরা বোলে তারা অসহায়,
না হলে তাদেরও আনতে আজ এই পাঁচতারায় ।

ওরা এসব করে ক্ষুধার জ্বালায়,
তোমার মাধবী তো শুধু ক্ষুধা নয়, আরো অন্য কোনো
লালসায়, ভেসে যায় কালিমায়_ বিক্রী হয়
                                         এই পাঁচতারায় ।

(১২.০১.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)