পানি চায় যখন বাংলার নদীরা তখন দিস না !
যখন চায় না
              মাতৃভূমিতে আমার তুই দিস বন্যা !
দেবো আমরাও এবার তোদের বাঁধের মুখে বাঁধ,
মরুভূমি হবে বাংলাদেশ ? হয়ে যাক ।
ভাটির শপথ পাঠালাম তোকে উজান রাবণ কন্যা ।
দেখবো তখন কোথায় পাঠাস তোদের নদীর বন্যা ?
যেমন ঝরালি অশ্রু আমাদের
শুনবো তোদেরও সেদিন "বাঁচাও, বাঁচাও" কান্না ।

(২৩.০৮.২০২৪)