আজীবন দেখেছি, শুনেছি, পড়েছি
দুঃখ বলা যায়।
সেই দুঃখ ছুঁয়ে কেউ দুখের সাথী হয়।
বোঝে এই পৃথিবীতে জন্ম নেয়া মানুষ
সে কখনো একা নয়।
তাই যখন সে বলে,
হয়তো কোনো প্রেম পরিত্যাজ্য আক্রোশে
দুঃখগুলো সব, শুধু তোমারই করে রাখবে ।
জানাবে না কাউকে, বহুমূল্য রত্নের মতো
শুধু লুকোবে, গহীনতম অতল অন্তরে।
কাঁদবে খুব নিভৃতে,
অরণ্য সমুদ্র পাহাড় উঠুক না কেঁদে
তোমার যতো দুঃখে,
তবুও ছড়াবে না হাহাকার
তার মতো কারো শৈল্পিক জীবনের সুখে।
প্রেম আজ তার প্রজাপতির মতো
সব ফুলে উড়ে উড়ে পোড়ে হৃদ, পোড়ে দেহ।
শুধু পোড়ে না সে
যদি চায় প্রেমের শেকলে তার বন্দিত্ব কেহ।
(১৩.০৪.২০২৩)