এ ফুলের রাজ্য তোমার
সবুজ ঘাসেরা তোমার
বারান্দায় বৃষ্টি তোমার
জানালায় বাতাস তোমার ।
পাখিদের গল্প তোমার
নদী, সমুদ্র, অরণ্য তোমার
মেঘে রঙে আকাশটা তোমার
পাহাড় আর কাশবন তোমার ।
ওদের কবিতা তোমার
ওদের মনগুলো তোমার
ওদের সঙ্গে সন্ধ্যা তোমার
ওদের কথাই প্রিয় তোমার ।
ওদের প্রেমই প্রধান তোমার
শত বন্ধুত্বই সুখ তোমার
ভ্রমণে আদিম ওরাই তোমার
ওদের নিয়েই জীবন তোমার ।
শুধু এ হৃদয়...আহা এ হৃদয়...
শুধু এ হৃদয়
কখনো তোমার নয়
তোমার যেন ভয়
তবু ভাঙ্গো না পরিচয়
এ কী খেলা নির্দয়।
কখনো তোমার নয়
যেন শৃঙ্খল মনে হয়
তবু ভাঙ্গো না পরিচয়
কেনো এ অভিনয় ।
(২৬.০৪.২০২৪)