চলো আজকের রাতের ট্রেনে,
চলে যাই আমরা দু'জন ।
পাপে ভরা এই শহর ছেড়ে
শুদ্ধ করে আসি এই দু'টো মন ।

নি:সর্গ মাঝে একটি রাত,
ভরা পূর্ণিমার আলো ।
তীব্র কোমল সেই রূপালি প্লাবন,
ধুয়ে যাবে সব মনের কালো ।

ঠোঁটে আসুক তৃপ্ত হাসি,
চোখ হয়ে যাক স্বপ্নময় ।
রূপালি মেঘের ঐ অলীক ভেলায়,
ভাসিয়ে দেবো আজ জাগতিক ভয় ।

যে শহর শুধু বাড়ায় গ্লানি,
হতাশা আর অভিযোগ ।
সে শহর থেকে ছুটি নিয়ে আজ
অন্য গল্প হোক ।

শুধু দু'জনে শুধু আমরা.....
ভুলে যাবো মেকী শহরের সভ্যতা ।

(০২.১২.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)