প্রতিদিন ভোরে মিশে যাই শুদ্ধ আমি
দুপুরে ছুটোছুটি হয়ে উঠি দন্ডিত ধিক্
স্বর্ণালী বিকেলে বিপন্ন ফিরে আসি গৃহে
সন্ধ্যার বিশ্রামে হয়ে যাই বিষন্ন সৈনিক
রাত বাড়ে অনুভবে হৃদয় পিষ্ট করে কত দর্শন
অদেখা নক্ষত্রের হাহাকারে ঘুমিয়ে পড়ে জীবন ।
অথচ পঙ্কিল ঝেড়ে প্রতিটি ভোরে মিশে যেতে
নিজের মত আবারো শুদ্ধ হতে থাকে
ঘুমের নির্জনে মন।
(০১.০২.২০২৩)