হে অস্তগামী স্বর্ণালী সূর্য, বললো নদীটি,
দাও আমাকে তোমার থেকে কিছু স্বর্ণ দ্যুতি
ছিটিয়ে দেই আমার জলের উপর ।
তারপর সেই ঐন্দ্রজালিক স্বর্ণালী ছটা,
করুক অবলোকন ঐ মানবেরা
               পৃথিবীর প্রতি যারা ক্ষতিকর।

(১৩.০৩.২০২৪)

"Glitter"

Oh, sun! said the river,
give me some of your gold,
let me sprinkle on my water.
And that magical golden glitter,
let the hurtful humans behold!

(03.13.2024)

Copyright © Marshall Iftekhar Ahmed | Year Posted 2024