পাখা মেলিনি দূর দেশে,
চলে যাইনি বীর বেশে,
ভাবিনি কখনো তোমাকে করে দেবো
একদিন খুব একা ।
শোধ হয় না তোমার দান,
সবাই জানে এই বিধান,
এই বন্ধন এই পৃথিবীর নয়,
স্বর্গ থেকে পাওয়া ।
যারা ছেড়ে যায় তোমাকে
রূপকথা গড়ে দূরত্বে,
জানি অভিশাপ নেই অভিযোগ নেই,
তবু তুমি কি কাঁদো নিভৃতে ?
থেকে গেছি ঐ বুক ঘেঁষে
অঙ্গীকারে অনায়াসে,
ভুলে গিয়ে রূপকথা হেসেছি কেঁদেছি
শুধুই তোমার সাথে ।
জানি এ ভালোবাসার নেই তুলনা,
তবুও কি নেই কোনো স্বার্থপরতা ?
কখনো কি ভেবেছো বলবে আমাকে,
যারে পাখি তুইও উড়ে চলে যা ?
জানি খুব পাপ আমার এইসব ভাবনা,
তবু যখন ওরা শোনায় রূপকথা,
দু চোখে আগুনের মতো আমার জিজ্ঞাসা,
কী করে পেরেছো এই অকৃতজ্ঞতা ?
উড়ে যায় ওরা দূর দেশে,
সামর্থ্য তবু অভিলাষে,
আমি ভেঙ্গেছি সে ডানা, তুমি একা হয়ে
যাবে বোলে ।
এরপর শুনি মুগ্ধতা,
অজুহাত আর ব্যস্ততা,
আলাপে সংলাপে তুমি ও মাতৃভূমি থাকো
মহা হাহাকারে ।
ভুলি কি করে তোমার কষ্ট !
সেই প্রেম এই দেহে স্পষ্ট,
বঞ্চিত রেখে নিজেকে, দিয়েছো উজার করে ।
তাই ভুলে থাকি অভিযান,
লুকিয়ে রাখি অভিমান,
ডেকে ডেকে এক অন্য জীবন
হায়, কখন যে গিয়েছে মরে ।
জানি এ ভালোবাসার নেই তুলনা,
তবুও কি নেই কোনো স্বার্থপরতা ?
কখনো কি ভেবেছো বলবে আমাকে,
যারে পাখি তুইও উড়ে চলে যা ?
যারে পাখি নীড় ছেড়ে অবাক ভুবনে !
তোর সফলতা আনবে অপার সুখ মনে ।
নেই কোনো দেনা নেই দায় নেই কোনো পিছুটান,
মাঝে মাঝে অনুপায় দুশ্চিন্তার গাইবি গান ।
জানি খুব পাপ আমার এইসব ভাবনা,
তবু যখন ওরা শোনায় রূপকথা,
দু চোখে আগুনের মতো আমার জিজ্ঞাসা,
কী করে পেরেছো এই অকৃতজ্ঞতা ?
তাই নেই আমার অহংকারী কোনো রূপকথা,
এ বন্ধনে বন্দী আমার পৃথিবীটা ।
তবু শুনি অনন্য পুণ্যে আমাকে রেখেছে
ভাগ্যবান স্বর্গের এই ছায়াটা ।
(১৮.১১.২০২৪)